• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘হাসপাতালে নিলে বাঁচানো যেত পায়েলকে’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল

ছবি: সংরক্ষিত

অপরাধ

নর্থ সাউথের শিক্ষার্থী হত্যা

‘হাসপাতালে নিলে বাঁচানো যেত পায়েলকে’

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েলকে মৃত ভেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজের নিচে ফেলে দেয় হানিফ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপার। ১৬৪ ধারায় আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছে বাসের সুপারভাইজার জনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়েপ্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। এ সময় তিনি আরো জানান, ওই সময় পায়েলকে খালে না ফেলে হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যেত। এ ঘটনায় গত মঙ্গলবার বাসের সুপারভাইজার জনিকে গ্রেফতার করা হয়। পরদিন সে আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে।

সুপারভাইজার জনি আদালতকে জানায়, ২১ জুলাই রাত সোয়া ১০টার দিকে হানিফ পরিবহনের বাসে করে পায়েল ও তার দুই বন্ধু মো. মহিউদ্দিন শান্ত ও হাকিমুর রহমান আদর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ভাটেরচর ব্রিজের কাছে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামে পায়েল। রাস্তায় তখন যানজট থাকায় গাড়ি থেমে ছিল। হঠাৎ যান চলাচল শুরু হলে চালক গাড়ি চালাতে শুরু করে। পায়েল দৌড়ে গাড়িতে উঠতে গেলে দরজার সঙ্গে ধাক্কা লেগে মুখে প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। তখন সুপারভাইজার জনি, চালক জামাল হোসেন, হেলপার ফয়সাল হোসেন পায়েলকে মৃত ভেবে ভাটেরচর ব্রিজ থেকে খালে ফেলে দেয়। পায়েল বাস থেকে নামার সময় তার পাশে থাকা বন্ধু ঘুমিয়েছিল ও আরেক বন্ধু শেষের সিটে ঘুমিয়েছিল। পরে ঘুম থেকে উঠে পায়েলকে না দেখতে পেয়ে বন্ধু শান্ত সুপারভাইজারকে জিজ্ঞেস করলে সে জানায়, পায়েল প্রস্রাব করতে নেমে আর গাড়িতে উঠতে পারেনি। পরের গাড়িতে আসবে। এতে সন্দেহের সৃষ্টি হলে পায়েলের স্বজনদের বিষয়টি জানানো হয়। গত ২৩ জুলাই ভাটেরচর ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, খালে ফেলে দেওয়ার সময় পায়েল জীবিত ছিল। কারণ তার পেটে প্রচুর পরিমাণে পানি জমেছিল। প্রেস ব্রিফিংয়ে এসপি জায়েদুল আরো জানান, গ্রেফতার চালক জামাল ও সহকারী ফয়সাল আপন ভাই। মরদেহ গুমের বিষয়েও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads