• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মুন্সিগঞ্জে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছে

ছবি: সংগৃহীত

অপরাধ

মুন্সিগঞ্জে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগরের ছত্রভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সোহরাব হোসেন। তিনি শ্রীনগরের রাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের ইউনুচ বেপারীর ছেলে।

র‍্যাবের দাবি, সোহরাবের রিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, অপহরণ পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

র‍্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম বলেন, শ্রীনগরের ছত্রভোগ এলাকা দিয়ে মাদকের চালান যাওয়ার খবর পেয়ে সেখানে অভিযানে যায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে তিন চারজন পালিয়ে যায়। পরে সেখানে একটি লাশ পরে থাকতে দেখা যায়।

তিনি বলেন, এ অভিযানে র‍্যাব সদস্য এএসআই রেজাউল ইসলাম ও সিপাহী মো. কামরুজ্জামান আহত হয়েছেন। তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৬০০ ইয়াবা এবং ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করার কথাও জানান র্যাযব কর্মকর্তা মহিতুল ইসলাম।  

মুন্সিগঞ্জে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগরের ছত্রভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সোহরাব হোসেন। তিনি শ্রীনগরের রাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের ইউনুচ বেপারীর ছেলে।

র‍্যাবের দাবি, সোহরাবের রিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, অপহরণ পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

র‍্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম বলেন, শ্রীনগরের ছত্রভোগ এলাকা দিয়ে মাদকের চালান যাওয়ার খবর পেয়ে সেখানে অভিযানে যায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে তিন চারজন পালিয়ে যায়। পরে সেখানে একটি লাশ পরে থাকতে দেখা যায়।

তিনি বলেন, এ অভিযানে র‍্যাব সদস্য এএসআই রেজাউল ইসলাম ও সিপাহী মো. কামরুজ্জামান আহত হয়েছেন। তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৬০০ ইয়াবা এবং ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করার কথাও জানান র্যাযব কর্মকর্তা মহিতুল ইসলাম।  

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads