• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দুদকের তদন্তে নথিপত্র জব্দ

বড়পুকুরিয়া খনির কয়লা চুরি

সংরক্ষিত ছবি

অপরাধ

বড়পুকুরিয়া খনির কয়লা চুরি

দুদকের তদন্তে নথিপত্র জব্দ

  • পার্বতীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৮

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি ইয়ার্ড থেকে কয়লা চুরির ঘটনা গত রোববার ও গতকাল সোমবার তদন্ত করেছে দুদকের একটি টিম। দুদক প্রধান কার্যালয়ের পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা কাজী সফিকুল আলম এবং দুদকের উপপরিচালক মো. শামসুল আলম প্রাথমিক তদন্তকাজ পরিচালনা করেছেন। এ সময় তারা খনির কয়লা উত্তোলন, মজুত ও বিপণন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তারা মতবিনিময় ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেন। প্রাথমিক তদন্ত শেষে গতকাল সোমবার বেলা ২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। দু’দিনের তদন্ত শেষে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক কাজী সফিকুল আলম খনি গেটে সাংবাদিকদের জানান, সরেজমিন তদন্তে খনিতে এসেছি। এসেই খনির উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে খুব দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে। এ পর্যায়ে কোনো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ  করা হয়নি। তবে প্রয়োজন হলে দুদক কার্যালয়ে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেই মামলা হয়েছে।   

গত ১৯ জুলাই খনির ইয়ার্ড থেকে ১ লাখ ৪৪ হাজার ৬৬৪ টন কয়লা চুরির ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদ, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুরুজ্জামান চৌধুরী ও উপমহাব্যবস্থাপক (স্টোর) খালেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। কয়লা খনি কোম্পানির সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়াকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সিরাজগঞ্জে বদলি করা হয়। খনির এই তিন উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে পার্বতীপুর মডেল থানায় গত ২৪ জুলাই একটি মামলা হয়।

এর আগে গত ২ আগস্ট বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন-ডিজি) খলিলুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- পেট্রোবাংলার পরিচালক (মাইন অপারেশন) মো. কামরুজ্জামান, যুগ্ম সচিব নাজমুল হক, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডক্টর মো. শহীদ চৌধুরী ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads