• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
‘বন্দুকযুদ্ধে’ চাঁদপুরে মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

অপরাধ

‘বন্দুকযুদ্ধে’ চাঁদপুরে মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহীতে মাদক সম্রাট গুলিবিদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি ও মাদক ব্যবসায়ী বারেক মাঝি নিহত হয়েছে। অন্যদিকে রাজশাহীর চারঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক সম্রাট মো. মানিক গুলিবিদ্ধ হয়েছে। ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চাঁদপুর : জেলার শাহরাস্তিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বারেক মাঝি নিহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার চিকুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। এতে পুলিশের একজন এএসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে অজ্ঞাত মাদক ব্যবসায়ীকে বারেক মাঝি হিসেবে শনাক্ত করে তার বাবা আবুল হোসেন মাঝি।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, গত বুধবার রাত ১২টার দিকে পুলিশ জানতে পারে শাহরাস্তি থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে রাত দেড়টার দিকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী ব্যুরো : চারঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক সম্রাট মো. মানিক গুলিবিদ্ধ হয়েছেন। মানিক রাজশাহী জেলার চারঘাট উপজেলার নতুনপাড়া গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। গত বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে। জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, গত বুধবার রাতে চারঘাট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মুক্তারপুর বালু মহালের পার্শ্বে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি মাদক সম্রাট মানিক ও তার সহযোগী পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় এসআই শরিফুলসহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়। তার বিরুদ্ধে চারঘাট থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads