• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাল্য বিয়ে থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেনীর ছাত্রী শারমিন আক্তার আখি

প্রতীকী ছবি

অপরাধ

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

চাঁদপুর শহরের পুরাণ বাজার জাফরাবাদ এলাকায় প্রশাসন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেনীর ছাত্রী শারমিন আক্তার আখি।

বৃহস্পতিবার (৯ আগষ্ট) দুপুরে পূর্ব জাফরাবাদ ঢালী বাড়ির ভাড়াটিয়া সিএনজি চালক আলতাব হোসেনের বাড়ীতে এই ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে জানাযায়, পূর্ব জাফরাবাদ ঢালী বাড়ির ভাড়াটিয়া সিএনজি চালক আলতাব হোসেনের মেয়ে শারমিন আক্তার আখি ৯৪ নং পূর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর পড়ালেখা করে। সেই বাড়ির অপর ভাড়াটিয়া সফিনা বেগমের চোখ পরে স্কুল ছাত্রী শারমিন আক্তার আখি উপর। সফিনা বেগম তার দেবর ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শহীদ শেখের ছেলে রিয়াদ শেখ (২৭) এর সাথে স্কুল ছাত্রীর বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দেয়। তার কথানুযায়ী হতদরিদ্র পিতা ও মাতা সেই প্রস্তাবে রাজি হয়ে বিয়ের দিন তারিখ ঠিক করেন।

বৃহস্পতিবার সকালে ছাত্রী শারমিন আক্তার আখি স্কুলে পরীক্ষা দিতে গেলে বিয়ের ঘটনাটি তার সহপাঠীদের জানায়। এই খবর জানা জানি হলে বিষয়টি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানানো হয়। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক চন্দনা কর্মকারকে ওই শিক্ষার্থীর বাড়ীতে পাঠান। প্রধান শিক্ষক অভিভাবকদের বাল্য বিয়ে সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে অভিভাবকগণ আখিকে বিয়ে দিবেনা মর্মে অঙ্গীকার করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads