• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
‘বোমা মিজানকে দেশে ফেরানো হবে’

বোমা মিজান

সংরক্ষিত ছবি

অপরাধ

‘বোমা মিজানকে দেশে ফেরানো হবে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সে চুক্তি অনুযায়ী খুব শিগগির বোমা মিজানকে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতের সঙ্গে এই নিয়ে কথাবার্তা চলছে। গতকাল শুক্রবার রাজধানীর তেজকুনীপাড়ার নিজ বাসায় হিজড়াদের নিয়ে অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের বিভিন্ন স্থানে চিহ্নিত সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। তাদের ফেরত আনার ব্যাপারে কথাবার্তা চলছে। সন্ত্রাসীদের ফেরত আনার বিষয়টি চলমান। তাদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারত ফেরত দিতে সম্মত হলে আমরা তাদের ফিরিয়ে নিয়ে আসব।

হিজড়াদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা পার্ক ও রাস্তাঘাটে আর চাঁদাবাজি করবে না। তাদের জন্য আমরা একটি রূপরেখা করেছি। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তবে কোনো বাসায় নতুন সন্তান জন্ম নিলে তার বকশিশ গ্রহণ করবে।

বোমা মিজান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন ১৮ মামলার আসামি এবং নিষিদ্ধ জেএমবির শীর্ষ সন্ত্রাসী। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংয়ের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আরো দুই জঙ্গির সঙ্গে বোমারু মিজানকে ছিনিয়ে নিয়ে যায় জেএমবির জঙ্গিরা। তারা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ। তারাও জেএমবির বড় নেতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads