• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুশফিক মাহবুব

সংরক্ষিত ছবি

অপরাধ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৮

ঢাকা সেনানিবাস এলাকা থেকে গত বুধবার রাতে মুশফিক মাহবুব নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত মুশফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। বুধবার সকালে দেশের শিক্ষা ও শাসনব্যবস্থার ওপর ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী। স্ট্যাটাস শেষে মুশফিক মাহবুব লেখেন, ‘আই ওয়ান্ট ফ্রিডম অ্যাজ এ বাংলাদেশি ইভেন ইফ ইট কিলস মি ফর দ্য রিজন।’

তার বন্ধুরা জানান, মুশফিক মাহবুব খুব স্বাধীনচেতা ছিল। কেউ ডিপ্রেশনে ভুগলে তাকে সে কাউন্সিলিং করত। তার তেমন কোনো আর্থিক সমস্যা ছিল না। তবে দেশের শিক্ষা ব্যবস্থার ওপর ক্ষোভ ছিল। প্রায়ই আড্ডায় সে ক্ষোভ প্রকাশ করত। তবে কী কারণে মুশফিক মাহবুব আত্মহত্যা করেছে, তারা তা জানতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক বন্ধু বলেন, ‘আমরা জানতে পেরেছি, গতকাল (বুধবার) রাত ৮টার দিকে সে বাড়ির বাইরে যায়। রাত ১১টা বাজলেও সে বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে বাইরে গেলে বাড়ির সামনে তার রক্তমাখা লাশ পাওয়া যায়।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সঙ্গীত বিভাগের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমাদের এক শিক্ষার্থী বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এই মুহূর্তে শোকার্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমরা পরে তাদের সঙ্গে কথা বলব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads