• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দুপুরে চীন থেকে ফিরে রাতে কাটল স্বামীর গলা

চীন থেকে ডাক্তারি পড়ে এসে রাতেই গলা কাটলেন স্বামীর!

সংগৃহীত ছবি

অপরাধ

দুপুরে চীন থেকে ফিরে রাতে কাটল স্বামীর গলা

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০১৮

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়’স লেক এলাকার লেক ভিউ রিসোর্টের একটি কক্ষ মো. মাইনুদ্দিন শাহরিয়ার শুভ (২৯) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল শুক্রবার ভোরে তার স্ত্রী রোকসানা আক্তার পপিকে (২৩) আটক করেছে।

জানা গেছে, দীর্ঘদিন প্রেমের পর চার বছর আগে গোপনে বিয়ে করেন মো. মাঈনুদ্দিন ওরফে শাহরিয়ার শুভ (২৯) ও রোকসানা আক্তার পপি (২৩)। পরে ডাক্তারি পড়তে চীনে যাওয়ার পর প্রথমবারের মতো গত বৃহস্পতিবার (১৬ আগস্ট) দেশে ফেরে পপি। ওইদিন বিকালে স্বামী-স্ত্রী দুজনে ওঠেন ফয়’স লেকের লেকভিউ আবাসিক মোটেলে। মধ্যরাতে মোটেলের ২০৩ নম্বর কক্ষে মেলে স্বামী শুভর গলাকাটা মরদেহ।

নিহত মাঈনুদ্দিন শুভ ছাগলনাইয়া উপজেলার শুভপুর বালিরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পেশায় ব্যবসায়ী। অন্যদিকে আটক রোকসানা মিরসরাই উপজেলার বারৈয়ারহাট মেহেদী নগর গ্রামের আবু আহম্মদের মেয়ে। চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন চিকিৎসক সে।

নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামি জোন) সোহেল রানা বলেন, ‘পপির সঙ্গে চার বছর আগে মাঈনুদ্দিনের গোপনে বিয়ে হয়। পরে মেয়েটি ডাক্তারি পড়ার জন্য চীনে যায়। জিজ্ঞাসাবাদে পপি জানায়, দুই বছর ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। চীনে যাওয়ার পর থেকে তার নানা অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেন মাঈনুদ্দিন। এর জের ধরে পপি দেশে ফিরে একাই মাঈনুদ্দিনকে গলা কেটে হত্যা করেছে।’

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নোমান বলেন, ‘মোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে লেকভিউ মোটেলের দ্বিতীয় তলার ২০৩ নম্বর কক্ষ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল।’

তিনি আরো বলেন, ‘পরিবার ও মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, বৃহস্পতিবার বিকালে নিহত মাঈনুদ্দিন তার স্ত্রী রোকসানা আক্তার পপিকে নিয়ে মোটেলে ওঠেন। ওই দিন মধ্যরাতে মোটেল কর্তৃপক্ষ ওই রুমে কেউ আছে কি না, তা যাচাই করতে গিয়ে মাঈনুদ্দিনের গলাকাটা মরদেহ দেখতে পায়।’

নিহত শুভর বড় ভাই মো. জাফর সাংবাদিকদের বলেন, ‘একটি মেয়ের সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক ছিল। মেয়েটি গতকাল (বৃহস্পতিবার) সকালে চীন থেকে দেশে এসেছে এবং আমার ভাই তাকে ঢাকা বিমানবন্দরে রিসিভ করে চট্টগ্রামে নিয়ে আসে। ওই মেয়ে আমার ভাইকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেছে। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।’

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর চার বছর আগে শুভ ও পপি গোপনে বিয়ে করেন। বিয়ের পরপরই পপি ডাক্তারি পড়তে চীন চলে যায়। চীনে অবস্থানের সময় বিভিন্ন কারণে পপির সঙ্গে শুভর সম্পর্ক খারাপ হয়ে যায়। আবার এরই মধ্যে মিরসরাই এলাকায় অপর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে পপি। এ নিয়ে পপির সঙ্গে শুভর বিরোধ চূড়ান্ত রূপ নেয়। এ নিয়ে শুভ বেশ কয়েকবার পপির ওই ‘কথিত’ প্রেমিককে খুঁজে বের করতে মিরসরাই যান। পরে শুভর চাপে পপি বৃহস্পতিবার দেশে আসতে বাধ্য হয়।

সূত্রটি আরো জানায়, বৃহস্পতিবার সকালে পপি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুলে শাহরিয়ার তার এক বন্ধুকে নিয়ে প্রাইভেটকারে ঢাকায় যান। পরে বন্ধুকে প্রাইভেটকারসহ ছেড়ে দিয়ে পপিকে নিয়ে শুভ আলাদাভাবে বাসে করে চট্টগ্রাম ফেরেন। পরে বিকালে তারা ফয়’স লেকের লেকভিউ মোটেলে ওঠেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads