• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুপিয়ে স্বামীকে হত্যাচেষ্টার পর স্ত্রীর আত্মহত্যা

রাজধানীর গোলাপবাগ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

অপরাধ

ওষুধ খাইয়ে ছেলেমেয়েকে অচেতন

কুপিয়ে স্বামীকে হত্যাচেষ্টার পর স্ত্রীর আত্মহত্যা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০১৮

রাজধানীর গোলাপবাগের একটি বাসা থেকে জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্বামী স্বপন মিয়াকে (৪০) আংশিক গলা কাটা এবং দুই শিশুসন্তানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই নারী তার দুই শিশুসন্তানকে ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর স্বামীর হাত-পা বেঁধে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে স্বামী মারা গেছে ভেবে সে নিজেও ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জ্যোৎস্নার চাচাতো ভাই আবদুল করিম বলেন, তার দুলাভাই স্বপন মিয়া বেইলি রোডে ইনফিনিটি মেগা শপে ম্যানেজার হিসেবে চাকরি করেন। আর জ্যোৎস্না ছিলেন গৃহবধূ। প্রায়ই তাদের ঝগড়া হতো। আজো (শুক্রবার) ঝগড়ার খবর পেয়ে আমরা ছুটে আসি। পরে জ্যোৎস্নাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আর তার স্বামী স্বপন আংশিক গলা কাটা এবং ছেলে সাজিদ হোসেন ইফতি (১৪), মেয়ে সানজিদা আক্তার জোহা (৭) অচেতন অবস্থায় বিছানায় পড়ে ছিল। দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জ্যোৎস্নাকে মৃত ঘোষণা করেন। স্বপন ও দুই শিশুকে ভর্তি করা হয়। ইফতি-জোহার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। ইফতি মতিঝিল আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে এবং জোহা স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

শিশু দুটির বরাত দিয়ে স্বজনরা জানান, মা জ্যোৎস্না তাদের পান খাওয়ায়। এর পরপরই তারা ঘুমিয়ে পড়ে। পরে আর কিছুই দেখেনি তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads