• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কচুয়ায় শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতির মৃত্যু

প্রতীকী ছবি

অপরাধ

কচুয়ায় শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতির মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ আগস্ট ২০১৮

চাঁদপুরের কচুয়ায় শ্যালকের লাঠির আঘাতে কেরামত আলী (৪৬) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৬টার দিকে উপজেলার পাচঁধারা-লৈয়ামেহের গ্রামে এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন - নিহত কেরামত আলীর স্ত্রী রানু বেগম, মোশারফ হোসেন, ইয়াছিন, সুলতান মিয়া ও আমেনা বেগম। আহতদের দাউকান্দির (গৌরিপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের স্ত্রী রানু ও ভাই হাসমত আলী ঘটনার বিবরণ দিয়ে জানান, বুধবার সন্ধ্যায় মোশারফ হোসেন তার ভাগিনা আলামিনের সাথে তুচ্ছ ঘটনায় হাতাহাতি হয়। এ সময় কেরামত আলী এগিয়ে আসলে মোশারফ হোসেন, ইয়াছিন, সুলতানসহ কয়েকজন উত্তেজিত হয়ে কেরামত আলীকে লাঠি দিয়ে মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশ্ববর্তী চান্দিনার গল্লাই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায় বলে তার পরিবার দাবি করে।

এ ঘটনায় নিহতের ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ এবং ২/৩ কে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে কেরামত আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করে।

অপর দিকে শুক্রবার চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads