• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই বোনসহ ৩ জনকে পেটাল বখাটেরা

রংপুর ম্যাপ

অপরাধ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই বোনসহ ৩ জনকে পেটাল বখাটেরা

এক বখাটের বাবা গ্রেফতার

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

রংপুরের পীরগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভুক্তভোগী দুই বোন ও তাদের ভাইকে পিটিয়েছে বখাটে আজম এবং তার সহযোগীরা। গতকাল রোববার উপজেলার মিল্কি গ্রামের ওই ঘটনায় আজমের বাবা নূর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তিন ভাইবোনকে আহতাবস্থায় পীরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা জানায়, মিল্কি গ্রামের চা বিক্রেতা নূর ইসলামের দুই মেয়ে রূপা সরকার ভেন্ডাবাড়ী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে ও জীম সরকার ভেন্ডাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ছে। পার্শ্ববর্তী মাইকড় গ্রামের নূর ইসলামের ছেলে আজম দীর্ঘদিন ধরে দুই বোনকে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে দুই পরিবারের মাঝে একাধিকবার বৈঠক হলেও বখাটের বাবা তাতে কর্ণপাত করেননি। রোববার সকালে বাবার দোকানে ফ্লাক্সে করে চা নিয়ে যাওয়ার পথে আজম ও তার সহযোগীরা রূপার ওড়না টেনে ধরে এবং মারধর করে। রূপার বোন জীম ও ভাই জিল্লুর সরকার এ ঘটানার প্রতিবাদ করায় তাদেরও পেটায় বখাটেরা।

স্থানীয়রা খবর দিলে ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। তাদের সামনেই আজমের বাবা নূর ইসলাম তার ছেলেকে ভুক্তভোগীদের পরিবারের লোকজনকে মারধর করার হুকুম দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় চা বিক্রেতা নূর ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভেন্ডাবাড়ী থানার ওসি রেজাউল করিম বলেন, ‘উত্ত্যক্তের ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। হুকুমদাতাকে (নূর ইসলাম) গ্রেফতার দেখানো হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads