• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

গফরগাঁও উপজেলার মানচিত্র

ছবি: গুগল ম্যাপ

অপরাধ

চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

  • ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০১৮

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চোর সন্দেহে রিয়াদ (১৭) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উথুরি এলাকার টাওয়ার বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদের বাড়ি উপজেলার উথুরি গ্রামে। সে ঘাগড়া উথুরি পিছান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম সাইদুর রহমান ওরফে শাহীন। তিনি সৌদি আরবপ্রবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারে নিজেদের মনিহারি দোকানের তালা ভাঙার চেষ্টার অভিযোগে স্কুলছাত্র রিয়াজকে আটক করেন ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার ভাই কামরুল ইসলাম এবং প্রতিবেশী রশিদ। তারা রিয়াজকে বাজারের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটান। রিয়াজ তখন চিৎকার করে, প্রাণ ভিক্ষা চায়। কিন্তু তারা রিয়াজের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বেধড়ক পিটান।

এ ঘটনার পর থেকে আশরাফুল পলাতক। বাজারে তার দোকানসহ বেশিরভাগ ব্যবসায়ী নিজেদের দোকান বন্ধ রেখেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads