• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ফালুসহ ৯ ব্যবসায়ীকে দুদকে ফের তলব

বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু

সংরক্ষিত ছবি

অপরাধ

দুবাইয়ে অর্থ পাচার

ফালুসহ ৯ ব্যবসায়ীকে দুদকে ফের তলব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ ৯ ব্যবসায়ীকে আবারো তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে তাদের পৃথক তলবি নোটিশ পাঠানো হয়। অন্য ব্যবসায়ীরা হলেন আরএকে পেইন্টসের পরিচালক শায়লিন জামান আকবর, কামার উজ্জামান, রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, আরএকে কনজুমার প্রোডাক্টসের পরিচালক মো. আমির হোসাইন ও এমএ মালেক, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মো. মাকসুদুল ইসলাম, আরএকে সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক এবং স্টার সিরামিকসের পরিচালক প্রতিমা সরকার। তাদেরকে আগামী ৫ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, অফশোর কোম্পানিতে বিনিয়োগের নামে  প্রায় ৬৫ কোটি টাকা দুবাই পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। এ ছাড়া ওই ৯ ব্যক্তির বিরুদ্ধে দেশ-বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। বিএনপির তহবিলে অর্থদাতা হিসেবে চিহ্নিত এ ৯ ব্যবসায়ীর বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পায় দুদক। অনুসন্ধান প্রক্রিয়ায় তাদের বক্তব্য গ্রহণের  জন্য  গত ১৪ আগস্ট তাদের একবার তলব করা হয়েছিল। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি টিম অভিযোগটি অনুসন্ধান করছে। সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান টিমের অপর সদস্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads