• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে খসরুর রিট

দুর্নীতি দমন কমিশনের (দুদক)

সংরক্ষিত ছবি

অপরাধ

দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে খসরুর রিট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে হাজিরের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আজ মঙ্গলবার এ রিটের শুনানি হতে পারে।

গত ১৬ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীকে হাজির হতে নোটিশ দেয় দুদক। চট্টগ্রামে চকবাজার থানার মেহেদীবাগের বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম। এতে তাকে ১০ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। দুদকের নোটিশে বলা হয়, বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads