• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বগুড়ায় 'বন্দুকযুদ্ধে' ১১ মামলার আসামি নিহত

সংগৃহীত ছবি

অপরাধ

বগুড়ায় 'বন্দুকযুদ্ধে' ১১ মামলার আসামি নিহত

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০১৮

বগুড়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আপন ওরফে সিজার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে শহরতলীর মাটিডালি এলাকায় দ্বিতীয় পাইপাসে পল্লীমঙ্গল সড়ক চারমাথায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত আপন ওরফে সিজার ১১ মামলার আসামি। 

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, গোপন সংবাদ খবর পাওয়া যায় মাটিডালি ব্রিজ এলাকায় ডাকাতরা ডাকাতির জন্য সমবেত হচ্ছে।  রাত আড়াইটার দিকে টহল পুলিশ সেখানে পৌঁছায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আহত সিজারকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গোলাগুলির সময় তিন পুলিশ সদস্য আহত  হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও বার্মিজ ছুরি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads