• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শাহজালালে দেড় হাজার কেজি ইথিওপীয় নেশার পাতা জব্দ

জব্দ হওয়া নতুন ধরনের মাদক ‘খাট’

সংরক্ষিত ছবি

অপরাধ

শাহজালালে দেড় হাজার কেজি ইথিওপীয় নেশার পাতা জব্দ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০১৮

ঢাকার শাহজালাল বিমানবন্দরে আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে আসা আরও দেড় হাজার কেজি গাঁজা জাতীয় নেশাদ্রব্য ধরা পড়েছে। সিআইডির সিরিয়াস ক্রাইম এন্ড হোমিসাইডাল ক্রাইমের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত এই তথ্যের শত্যতা নিশ্চিত করেন।

জান্নাত জানিয়েছেন, এই চালানে মোট এক হাজার ৬০০ কেজি পাতাভর্তি ৯৬টি প্যাকেট এসেছে। এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় চালান। চালানটি একাধিক নামে আসে।

এর আগে গত ৩১ অগাস্ট এ ধরনের নেশাদ্রব্য বাংলাদেশে প্রথম ধরা পড়েছিল। সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদাম এবং শান্তিনগরের এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আটশ কেজি নেশাদ্রব্য উদ্ধার করা হয়।

এরপর ৮ সেপ্টেম্বর শাহজালালে আসা কয়েকটি কার্টুন থেকে পাওয়া যায় আরও ১৬০ কেজি একই ধরনের নেশার পাতা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ‘খাট’ অনেকটা চা-পাতার গুঁড়োর মতো দেখতে। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা হয়। এর প্রতিক্রিয়া অনেকটা ইয়াবার মতো। একধরনের গাছ থেকে এই ‘খাট’ বা এনপিএস তৈরি হয়। এটি ‘খ’ ক্যাটাগরির মাদক। আফ্রিকার দেশ জিবুতি, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, সোমালিয়া, ইয়েমেনে ওই গাছ পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads