• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে অবৈধ বিদুৎ সংযোগ দেওয়ায় ইউপি সদস্যের জেল

ইউপি সদস্য মো. জাহিদ হোসেন খান

ছবি : সংগৃহীত

অপরাধ

চাঁদপুরে অবৈধ বিদুৎ সংযোগ দেওয়ায় ইউপি সদস্যের জেল

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

চাঁদপুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার অপরাধে ইউপি সদস্য মো. জাহিদ হোসেন খান (৩৫) কে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।
এছাড়াও তাকে নগদ ৩ লাখ ৭৯ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। গতকাল রবিবার কুমিল্লায় ভ্রাম্যমান বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার বাদি চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন।

হাজাপ্রাপ্ত জাহিদ হোসেন খান চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার। তিনি উত্তর বালিয়া ঢালীর ঘাট এলাকার হাজী আ. রব খানের পুত্র।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউপি সদস্য জাহিদ হোসেন খান তার নিজ এলাকা ঢালিরঘাটে বিদ্যুৎ গ্রাহকদের অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। এ পর্যন্ত তিনি ৩২ ভোল্টের ৭০টি এনার্জি বাল্ব, ১০০ ওয়াট ৫৩টি ও ২০০ ওয়াট ২১টি বৈদ্যুতিক বাল্ব এবং দুটি সিলিং ফ্যানের মাধ্যমে সর্বমোট ১১.৩৮ কিলোওয়াটের বিদ্যুৎ অবৈধ ব্যবহার করেছে।

এমন অভিযোগের ভিত্তিতে চাঁদপুরের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন বাদী হয়ে গত ২০/০৮/২০১৮ ইং তারিখে কুমিল্লার বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার অভিযুক্ত হিসেবে জাহিদ হোসেন খান ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় বিদ্যুৎ আদালতের হাজিরা দিয়ে জামিন চান। এসময় ভ্রাম্যমান আদালতের সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান তাকে ৩ লাখ ৭৯ হাজার টাকা অর্থদন্ড করে। একই সাথে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। মামলায় পরবর্তি শুনানি আগামী ২ অক্টোবর।

এ বিষয়ে বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার আমরা অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে ঢালিঘাট এলাকায় তদন্ত করতে যাই। এসময় অভিযুক্ত ইউপি মেম্বার জাহিদ হোসেন খান দেশীয় অস্ত্রসহ ভারাটে সন্ত্রাসী দিয়ে আমাদের প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ করে রাখে। পরে চাঁদপুরের পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে আনে।

তিনি আরো জানান, অভিযুক্ত জাহিদ হোসেন খানের বিরুদ্ধ তার নিজ বাড়ি এবং তার অধিনে থাকা মসজিদ-মাদ্রাসাতেও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সহসাই আমারা সেখানে অভিযান চালাবো। এবং এ বিষয়ে আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অভিযুক্ত ইউপি মেম্বার জাহিদ হোসেন খান প্রভাব খাটিয়ে এলাকায় সরকারি গাছ টাকা, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক বিক্রেতাদের সাথে জড়িত থাকা সহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads