• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাজারে নেই আছে রান্নাঘরে

সন্দেহের বাইরে রাখতেই ব্যাগভর্তি ইলিশ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

বাজারে নেই আছে রান্নাঘরে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা সামনে রেখে প্রতিবছরের মতো এবারো শুরু হয়েছে ২২ দিনব্যাপী ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান’। এর আওতায় গত ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কয়েকটি নদীর ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় ইলিশ শিকার নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইলিশের বিপণন ও সংরক্ষণ। এর মধ্যেই খোদ রাজধানীর অলিগলিতে চলছে ইলিশের বেচাকেনা, বাড়িতে বাড়িতে চলছে ইলিশ রান্না।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, নিষেধাজ্ঞার মধ্যেই নদীতীরসহ সংশ্লিষ্ট এলাকায় ধুম চলছে ইলিশের বেচাকেনা। তদারকি সংস্থাগুলো বলছে, ঘূর্ণিঝড় তিতলির কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে অসাধু জেলে ও ব্যবসায়ীরা মেতেছেন এই বেচাকেনার উৎসবে। তবে খোদ রাজধানীর বিভিন্ন এলাকায়ও ইলিশ কেনাবেচার খবর পাওয়া গেছে।

গত শুক্রবার রাজধানীর গোপীবাগ এলাকায় চোখে পড়ে তেমন একটি দৃশ্য। ওই এলাকা ব্রাদার্স ইউনিয়নের মাঠের গলিতে সেদিন বাংলাদেশের খবরের প্রতিবেদক দেখেন, দুজন বিক্রেতা একটি ডালায় করে বিক্রি করছেন কাটা ইলিশ। আর সেগুলো কিনতে রীতিমতো ভিড় জমেছে সেখানে। নিষেধাজ্ঞার মধ্যেও তারা কেন ইলিশ বিক্রি করছেন— প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তারা জানান, মাছগুলো তাদের আগেই কেনা ছিল। নষ্ট হবে বলেই সেগুলো তারা বিক্রি করে দিচ্ছেন।

এদিকে নাম না প্রকাশ করার শর্তে এক ক্রেতা জানান, আগের কয়েক বছর ইলিশের দাম কিছুটা কম থাকলেও এবার দাম কিছুটা বেশিই ছিল। সে কারণে ইলিশ কেনার সামর্থ্য হয়নি তার। তাই এখানে কম দামে কাটা ইলিশ পেয়ে কিনেছেন তিনি।

গতকাল শনিবার সকালে একই দৃশ্য চোখে পড়েছে মোহাম্মদপুরের বসিলাসংলগ্ন মেট্রো হাউজিং কাঁচা বাজারের পাশের একটি গলিতে। সেখানেও ছোট ছোট ইলিশ বিক্রি হতে দেখা গেছে। সেখানকার এক ক্রেতা বলেন, ইলিশ কেনা নিষিদ্ধ জানার পরও পাওয়া যাচ্ছে বলে তিনি কিনেছেন। আর ছেলেমেয়েরা খেতে চেয়েছে বলে তিনি আইনের বিষয়টি মাথায় রাখেননি।

তিনি অভিযোগ করেন, তার এলাকায় অনেক বাড়ি থেকেই ইলিশের সুঘ্রাণ পাওয়া যায়। কিন্তু সেগুলোর খবর কেউ রাখে না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads