• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
‘মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সংরক্ষিত ছবি

অপরাধ

‘মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

দেশ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকবিরোধী অভিযান চলবে। মাদক ব্যবসায়ী ব্যক্তি যেই হোক না কেন, তাকে ছাড় নয়। এখন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ব্যবসায়ী ও গডফাদারদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করবে।

গতকাল শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চট্টগ্রামে মাদক বিক্রেতাদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত র্যাব সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে র্যাব সদস্যদের ওপর হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। হামলাকারীদের একজন স্থানীয় শীর্ষ মাদক বিক্রেতা বলে জানা গেছে। হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার সদস্য আহত হওয়ায় র্যাবের মাদকবিরোধী অভিযানে কোনো ভাটা পড়বে না। এ ঘটনার পর র্যাব সদস্যরা মানসিকভাবে আরো চাঙ্গা হয়েছেন। তারা দ্বিগুণ উৎসাহ নিয়ে মাদক নির্মূলে কাজ করবেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর রেলগেট এলাকায় একটি তল্লাশি চৌকিতে মাদক বিক্রেতাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন র্যাবের চার সদস্য। আহতদের মধ্যে আছেন মেজর মেহেদী হাসান, ল্যান্স করপোরাল আরিফ ও ল্যান্স করপোরাল শহীদ, স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম। তাদের মধ্যে তিনজনকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads