• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গৃহপরিচারিকার লাশ

নারায়ণগঞ্জ ম্যাপ

অপরাধ

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গৃহপরিচারিকার লাশ

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একজন ব্যবসায়ী বাড়ির বাথরুমে গৃহপরিচারিকা রোজিনা আক্তারের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবার বলছে, এটা হত্যাকানন্ড।

গতকাল সোমবার সকালে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রোজিনা উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের আবু ছিদ্দিকের স্বামী পরিত্যাক্তা মেয়ে।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) মো. ফরিদ জানান, সকালে গোপালদী পৌরসভার বেপারী পাড়া গ্রামে চাল ব্যবসায়ী মজিবুরের বাড়ীতে তার গৃহকর্মী রোজিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়। তিনি গিয়ে প্রথমে লাশটি ডাইনিং রুমে শোয়ানো অবস্থায় দেখতে পান।

গৃহকর্তার মজিবুর রহমানের দাবী, আগের দিন ঘটে যাওয়া সামান্য ঝগড়ার কারণে রোজিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করে লাশ বাথরুমে ঝুলিয়ে রাখে। সে ৩ মাস ধরে ওই বাড়ীতে কাজ করে আসছিল।

আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না। এখন অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads