• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
৬০ কোটি টাকা নিয়ে উধাও

সংগৃহীত ছবি

অপরাধ

৬০ কোটি টাকা নিয়ে উধাও

  • জাহিদ হাসান মাহমুদ মিমপা, চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে সিয়াম শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও গ্রাহকের প্রায় ৬০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। বর্তমানে এনজিওটির হেড অফিস ও শাখা অফিসে তালা ঝুলছে। মালিক ও কর্মচারীরাও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। শহরের বড় ইন্দারা মোড়ে এনজিওটির প্রধান কার্যালয়। এ ছাড়া মহারাজপুর, নেজামপুরসহ বেশ কিছু এলাকায় ছিল শাখা অফিস।

গত শনিবার রাতে ও গতকাল রোববার সকালে সরেজমিন বারঘরিয়া লক্ষ্মীপুর সিয়ামের অফিসে গিয়ে দেখা যায়, শতাধিক গ্রাহক অপেক্ষায় রয়েছে তাদের জমাকৃত টাকা তোলার জন্য। তাদের ভেতর সিয়ামের বৃদ্ধ এক গ্রাহক সফেদা বেগম জানান, সিয়ামের এককর্মী কিছুদিন আগে আমার বাড়িতে এসে বলে, ১ লাখ টাকা জমা দিলে তাকে প্রতি মাসে ২ হাজার টাকা করে লাভ দেওয়া হবে। বেশি টাকা পাওয়ার আশায় ছেলের মাধ্যমে ৩ লাখ টাকা জমা দিই। শনিবার সে টাকার লভ্যাংশ দেওয়ার কথা ছিল। আরেক গ্রাহক জাইদুল ইসলামও একইভাবে টাকা দিয়ে সর্বস্বান্ত। এমনিভাবে বারঘরিয়ায় হাজার হাজার মানুষ আজ পথে বসার উপক্রম হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, শুক্রবার রাতে সিয়ামের এক ম্যানেজার থানায় নিখোঁজের অভিযোগ দিয়ে গেছেন। আমাদের তরফ থেকে তদন্ত চলছে। তদন্ত শেষেই জানা যাবে আসল ঘটনা।

এ ঘটনার তদন্তে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবদুল হান্নান। তিনি জানান, স্থানীয় যারা সিয়ামে কাজ করত তারাও পরিবার নিয়ে আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে সিয়ামের প্রতিটি ইউনিট কার্যালয়ে তালা ঝুলছে।

এ ব্যাপারে সিয়াম শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার পরিবারেরও কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads