• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কসবায় ছাত্র বলৎকারের দায়ে মাদরাসা শিক্ষক আটক

আটককৃত শিক্ষক মো. হোসাইন আহাম্মদ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

কসবায় ছাত্র বলৎকারের দায়ে মাদরাসা শিক্ষক আটক

  • কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

কসবায় গত রোববার মাদরাসা ছাত্র বলৎকারের দায়ে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটককৃত শিক্ষকের নাম মো. হোসাইন আহাম্মদ (২১)। সে উপজেলার কুটি ইউনিয়নের চৌবেপুর সামছুল উলুম হাফিজিয়া মাদরাসার হেফজ শিক্ষক এবং চাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের সৈয়দ মোল্লার ছেলে। বলৎকারের শিকার ৩ মাদরাসার ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। ৩ শিশু ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। এ ঘটনায় মাদরাসা সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কসবা থানায় মামলা রুজু করেন।

পুলিশ ও অভিভাবকগণ জানায়, বলৎকারেরর শিকার এক ছাত্র কিছুদিন যাবত মাদরাসায় যেতে অনিহা প্রকাশ করছিল। ওই ছাত্রের মা মাদরাসা যাওয়ার জন্য চাপ দিলে তখন ওই ছাত্র তার মা ও বাবার কাছে ঘটনা খুলে বলে। ছাত্রের বাবা মাদরাসা সুপারকে বিষয়টি অবহিত করে এবং মাদরাসা সুপার ওই ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পুলিশে খবর দেয়।  আটককৃত শিক্ষক পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে । ঘটনার শিকার ৩ ছাত্র জানায়, গত কয়েকদিন যাবত তাদেরকে নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার বলৎকার করেন। কাউকে  বলে দিলে কঠিন বিচার হবে ভেবে কাউকে বলেনি।

মাদরাসা সুপার মাও: মাহবুবুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষককের  আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার হোক। এই কুলাংগার শিক্ষক ছাত্র-শিক্ষক সম্পর্কেই প্রশ্নবিদ্ধ করেছে’।

কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত শিক্ষক মো. হোসাইন ছাত্রদের সাথে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক বলৎকার করার কথা স্বীকার করেছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads