• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ঈশ্বরদীতে ডাকাতির ঘটনা বাড়ছে

মানচিত্রে ঈশ্বরদী

সংগৃহীত ছবি

অপরাধ

ঈশ্বরদীতে ডাকাতির ঘটনা বাড়ছে

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

ঈশ্বরদীতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত তিন দিন ধরে তিনটি গ্রামে এমন ঘটনা ঘটছে। ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের তারিকুজ্জামান বাবুর বাড়িতে গত সোমবার রাত আনুমানিক ১ টার সময় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

তারিকুজ্জামান বাবু জানান, ডাকাতরা বাড়ির পেছন দিক দিয়ে জানালার রড ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ দুই আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় যায়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরল হক ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনাস্থল পরিদর্ন করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্য প্রক্রিয়া চলছে। পুলিশ তাদের গ্রেফতারে তৎপর রয়েছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads