• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নাটোরে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের অভিযানে আটক ২ মাদক ব্যবসায়ী

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নাটোরে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

নাটোরে  ১৮৮ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে রাজশাহীর র‌্যাব-৫ । আজ বুধবার বিকেলে নাটোর জেলার সদর উপজেলার মোহনপুর গ্রামস্থ পীরগঞ্জ আদর্শ মহাবিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার নজরপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে মিজানুর রহমান (২৫) ও কসবা গ্রামের মনির হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২২)।

রাজশাহীর র‌্যাব-৫ এর নাটোর সিপিসি-২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নাটোর জেলার সদর থানাধীন মোহনপুর গ্রামস্থ পীরগঞ্জ মহাবিদ্যালয় এলাকায় আবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদেরকে হাতেনাতে আটকের লক্ষ্যে  নাটোর জেলার সদর থানাধীন পীরগঞ্জ মহাবিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি টহল দল। এ সময় ১৮৮ পিস, ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ডসহ দু‘জন মাদক ব্যবসায়ী  মিজানুর রহমান (২৫)  আরিফুল ইসলামকে  হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা লোকজনের সম্মুখে স্বীকার করে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল’।

এ ব্যাপারে নাটোরর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads