• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ধনবাড়ীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত গ্রেফতার

বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ধনবাড়ীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত গ্রেফতার

বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

  • মো. ইউনুস আলী, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০১৮

টাঙ্গাইলের ধনবাড়ীতে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। এ ঘটনায়  বুধবার রাতে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে। শফিকুল ইসলাম  ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মৃত আজগর আলী ফকিরের ছেলে এবং ভিকটিম পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শফিকুলের বাড়ী ঘর ভাংচুর করেছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মৃত আজগর আলী ফকিরের ছেলে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম (৪২) গত সোমবার রাত ১০টার দিকে পাশের বাড়ীর ওই স্কুল ছাত্রী (১৪) কে একা পেয়ে ঝাপটে ও মুখ চেপে ধরে বাড়ীর পশ্চিম পাশে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই স্কুল ছাত্রীর ধস্তাধস্তি ও চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে লম্পট শফিকুল তার পায়ের সেন্ডেল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হলে আপোষ রফার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয় শফিকুলের পরিবার। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ বুধবার রাতে ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সহায়তায় ওই স্কুল ছাত্রী থানায় গিয়ে বুধবার রাতেই নিজে বাদী হয়ে অভিযুক্ত শফিকুলের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করেছে।

এদিকে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় শফিকুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার এলাকার শতশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছে এবং অভিযুক্ত শফিকুলের বাড়ী-ঘর ভাংচুর করেছে। এ সময় ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ও ওসি মজিবর রহমান দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে গ্রামবাসী শান্ত হয়ে ফিরে যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আ. মজিদ, মহিলা সদস্য জমিলা বেগম, স্কুল শিক্ষক আ. রাজ্জাক ও শাজাহান আলীসহ স্থানীয়রা জানান, শফিকুল এর আগেও আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে অনেক অপকর্ম করেছে। তারা এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান বলেন, ‘এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামীকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতির কোর্টে চালান দেয়া হয়েছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads