• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের আত্মসমর্পণ

চাঁদপুরে পিতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পুত্র

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

চাঁদপুরে নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের আত্মসমর্পণ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৮

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে মাদকাসক্ত পুত্র।আজ শুক্রবার সকাল ৮টার সময় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ইচলি গাজী বাড়িতে এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

বাড়ীর লোকজন জানায়, মৃত সেকান্তর গাজীর ছেলে মুছা গাজী (৭৫) উত্তর ইচলি বায়তুল আমিন জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে মুছা গাজীর ছেলে মোহাম্মদ হোসেন গাজী (২৫) ঘুমন্ত অবস্থায় তার পিতাকে ধারালো দা দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মুছা গাজীর চিৎকারে বাড়ির লোকজন দ্রুত ছুটে আসলে মোহাম্মদ হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়। রক্তাক্ত মুছা গাজীকে চাঁদপুর ২৫০শয্যার সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল প্রেরণ করে। পথেই মুছা গাজী মৃত্যুবরণ করে।

মুছা গাজীর বড় ছেলে আলম গাজী জানান, আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। তিনি উত্তর ইচলি বায়তুল আমিন জামে মসজিদের কোষাধক্ষ ছিলেন।

তিনি আরো জানান, মোহাম্মদ গাজী দীর্ঘ দিন ধরে মাদকে আসক্ত। সে এক সময় সিএনজি স্কুটার চালাতো। নেশার কারণে এ পর্যন্ত ৪টি সিএনজি স্কুটার পুরিয়ে দিয়েছে। সকালে নেশার টাকার জন্য বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। আমরা ইতি পূর্বে তাকে বেশ কয়েক বার মানসিক চিকিৎসা করিয়েছি। কিন্তু হাসাপাতাল থেকে সুস্থ্য হয়ে এসে আবারো নেশাগ্রস্থ হয়ে পড়ে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ ইব্রাহিম খলিল বলেন, পিতার হত্যাকারি ঘাতক পুত্র মোহাম্মদ হোসেন চাঁদপুর মডেল থানায় এসে আত্মসমর্পন করেছে।

এ ব্যাপারে নিহতের বড় ছেলে আলম গাজী চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ উত্তর ইচুলি গাজী বাড়ি থেকে নিহত মুছা গাজীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads