• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
গাংনীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা : স্বামী আটক

মানচিত্রে মেহেরপুর

সংগৃহীত ছবি

অপরাধ

গাংনীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা : স্বামী আটক

  • মো. মনিরুল ইসলাম মনির, মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৮

মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে গৃহবধূ জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশে তাহাজউদ্দিনের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরকিয়া জের ধরে স্বামী কিংবা পরকিয়া প্রেমিক তাকে হত্যা করতে পারে বলে ধারনা করছে পুলিশ। জাহানারা খাতুন ৩ সন্তানের জননী। তিনি ওই গ্রামের দিনমজুর রেজাউলের স্ত্রী ও আহম্মদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের মানুষ পুকুরপাড়ে জাহানারার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত জাহানারার মুখে ও গলায় আঘাত জনিত দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবার।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’। তিনি আরো বলেন, ‘জাহানারাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত নয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের স্বামী রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads