• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ধনবাড়ীতে ধর্ষণ চেষ্টার অপরাধের শালিসী বৈঠকে মীমাংসা!

মানচিত্রে টাঙ্গাইল

সংগৃহীত ছবি

অপরাধ

ধনবাড়ীতে ধর্ষণ চেষ্টার অপরাধের শালিসী বৈঠকে মীমাংসা!

  • মো. ইউনুস আলী, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৮

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাটে এক নারীকে (২২) লাঞ্ছিত করার অভিযোগ থেকে নির্যাতনকারী একদল যুবককে শালিসী বৈঠকের মাধ্যমে সামান্য চড়-থাপ্পড় দিয়ে অব্যাহতি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে ভাইঘাট বাজারের ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসে ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আকবর হোসেনের পরিচালনায় এ মীমাংসা বৈঠক হয়। ওই নারী লাঞ্ছনার ঘটনায় নেতৃত্বে ছিলেন, চেয়ারম্যান আকবর হোসেনের ভাতিজা শামসুল হকের ছেলে মানিক, বেলাল খন্দকারের ছেলে সিয়াম ও  হোসেন সর্দার ওরফে হুসুর ছেলে মামুনসহ ৫-৭ জন বখাটে। এ  ন্যক্কারজনক ঘটনা নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।

এলাকাবাসী জানায়, মধুপুর উপজেলা শহরে এক চিকিৎসকের বাসায় আশ্রিতা হিসেবে বসবাস করত ওই নারী। তার বাড়ী  মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী আশ্রয়দাতা চিকিৎসকের সন্তানকে পালবাড়ীতে রেখে ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজার হয়ে মধুপুর ফিরছিলেন। ভাইঘাট বাজারে এসে একা অটো যাত্রী হয়ে অপেক্ষা করার সময় সিয়াম ও মামুন যাত্রী হয়ে মধুপুরের উদ্দেশ্যে ওই নারীর সাথে অটোতে মধুপুরের দিকে আসে। বাঘিল আসার পর মানিক মোটর সাইকেল যোগে ওই অটোরিক্সার গতিরোধ করে জোরপূর্বক ঘুরিয়ে এনে ভাইঘাট বাজারের ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের এক কক্ষে তোলে । সেখানে  মানিকের নেতৃেত্বে সিয়াম ও মামুনসহ ৫-৭ জন মিলে ওই নারীর উপর নির্যাতন চালায়।

স্থানীয়রা একে ধর্ষণ বললেও ওই নারীর পক্ষের অভিভাবকগণ লোক লজ্জার ভয়ে একে ধর্ষণ বলতে নারাজ। প্রভাবশালীদের ভয়ে স্থানীয়রাও এ বিষয়ে মুখ খুলছেন না। দুইদিন পর বৃহস্পতিবার রাতে ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের অফিসে শালিস বৈঠকে বসে। ওই যুবকদের অভিভাবকসহ লাঞ্ছিত নারীর পক্ষের লোকজনের উপস্থিতিতে চেয়ারম্যান আকবর হোসেন সামান্য চড় খাপ্পড় দিয়ে এ ঘটনার মীমাংসা করেন।

এ ব্যাপারে শালিসের বিষয়টি মীমাংসা করার কথা স্বীকার করে ধোপাখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ‘এটি একটি ভুল বুঝাবুঝির বিষয়। মীমাংসা করে দেয়া হয়েছে’। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads