• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
পুলিশের গাড়ির ওপর দাঁড়িয়ে থাকা যুবক গ্রেফতার

নয়াপল্টনে পুলিশের গাড়ির ওপর দাঁড়িয়ে থাকা যুবক গ্রেফতার

সংরক্ষিত ছবি

অপরাধ

পুলিশের গাড়ির ওপর দাঁড়িয়ে থাকা যুবক গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের গাড়িতে যে যুবক আগুন দিয়েছে তাকেসহ তিন যুবককে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে পুলিশের গাড়ি ভাঙচুর করার পর গাড়ির ওপর হেলমেট পরে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হেলমেটধারী যুবক এইচ কে হোসেন আলী ওরফে হূদয় খান। তিনি রাজধানীর একটি ওয়ার্ডে ছাত্রদলের সভাপতি। গোয়েন্দা সূত্র জানায়, যে যুবকটিকে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা যায় গত কয়েক দিনের তদন্তে নাম পরিচয় বেরিয়ে এসেছে। তার নাম শাহজালাল খন্দকার। সে পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তাকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ করছে।

গোয়েন্দা সূত্র জানায়, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আরো দুই যুবককে শনাক্ত করা হয়েছে। তারা হচ্ছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ওরফে রবীন ও  শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল সোহাগ। ঘটনার দিন মির্জা আব্বাসের পক্ষে মিছিল নিয়ে সোহাগ ভূঁইয়া, হোসেন আলী ও আশরাফুল নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এসেছিলেন বলে ডিবির ওই সূত্র দাবি করেছে। পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস বলেন, ডিবির পাশাপাশি আমরাও পুলিশের গাড়ি ভাঙচুর এবং যারা আগুন ধরিয়েছে তাদের গ্রেফতারের লক্ষ্যে কাজ করছি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads