• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কসবায় ৩৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মানচিত্রে ব্রা‏‏হ্মণবাড়িয়া

সংগৃহীত ছবি

অপরাধ

কসবায় ৩৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

কসবায় গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা জব্দ করেছে। এ ঘটনায় বিজিবি আজমল আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সালদা নদী বিজিপি ক্যাম্পের জোয়ানরা ওই দিন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ আজমল আলী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত আজমল কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলমজুড়ি গ্রামের মহর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার বিকালে কসবা থানা পুলিশে সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির সুবেদার আবদুর রহমান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

অপরদিকে আজ মঙ্গলবার বিকালে মাদলা বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের জোয়ানরা বায়েক ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা জব্দ করেছেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। অপরদিকে বিজিবি ২১ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads