• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নাঈম হত্যা মামলার আসামীদের ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

নিহত নাঈম

সংগৃহীত ছবি

অপরাধ

নাঈম হত্যা মামলার আসামীদের ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

  • তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

বগুড়ার সারিয়াকান্দিতে নিহত কলেজ ছাত্র নাঈম ইসলাম (২০) হত্যা মামলায় সারিয়াকান্দি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন্ত শ্রাবন বিশুসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করতে জামিন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপেক্ষিতে সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বগুড়া-১ এর হাকিম তহিদুল ইসলাম চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। আজ মঙ্গলবার আসামীদের জিজ্ঞাসাবাদে জেলা হাজত থেকে থানায় নেওয়া হয়।

আসামীরা হলেন, সারিয়াকান্দি বাড়ই পাড়ার কান্টু মোল্লার পুত্র ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পদক বিশু (২২) বাদে অন্যান্যরা হলেন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের গুলারতাইড় গ্রামের লুৎফর রহমানের পুত্র মোঃ মনিরুজ্জামান মনি (২০), ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামের সাবেক ইউপি সদস্যের পুত্র মোঃ বাবু ওরফে শিহাব (২১), চিকাশী দক্ষিণ পাড়া গ্রামের লিয়াকত আলীর পুত্র অন্তর মিয়া (২০), বাড়ইপাড়া গ্রামের আতিকুল ইসলাম বেলালের পুত্র মোঃ আতিকুর রহমান (২০)। আসামী পক্ষের আইনজীবী বলেন, কলেজ ছাত্র নাঈম হত্যা মামলায় সারিয়াকান্দি শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনন্ত শ্রাবন বিশুসহ ৫ আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন সারিয়াকান্দি থানার পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার রাতে নিহতের মা নাজমা বেগম ৫ জনের নামে মামলা করেন।

নাঈম বেসরকারি পলিটেকনিক কলেজ বীটে টেক্সটাইল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও গাবতলী উপজেলার গোলাবাড়ী (মড়িয়া) গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের পুত্র।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads