• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ধাওয়া খেয়ে বাইক রেখে পালাল দুই পুলিশ সদস্য

রাজশাহী ম্যাপ

অপরাধ

ধাওয়া খেয়ে বাইক রেখে পালাল দুই পুলিশ সদস্য

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী পাড়ায় চাঁদা চাইতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়েছে এএসআইসহ পুলিশের দুই সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোদাগাড়ী মডেল থানার সহকারী উপপরিদর্শক ফারুক আহমেদ ও কনস্টেবল শাহাদাত হোসেন সাদা পোশাকে উপজেলার চকপাড়া আদিবাসী গ্রামে গিয়ে দেশি মদ তৈরির অভিযোগে চিকন মুরারীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে চিকন মুরারীকে আটকের ভয় দেখায় তারা। এ সময় গ্রামবাসী এএসআই ফারুক ও কনস্টেবল শাহাদাতকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে আদিবাসী পাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে। আদিবাসীরা জড়িত দুই পুলিশ সদস্যের শাস্তি দাবি করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আদিবাসীদের আশ্বস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে।

আদিবাসীদের অভিযোগ, এর আগে আটকের ভয় দেখিয়ে আদিবাসী ভবেশের কাছ থেকে ১৪ হাজার টাকা নিয়ে যায় এএসআই ফারুক। সেটা ছিল ভবেশের গরু বিক্রির টাকা। এক সপ্তাহ পর বৃহস্পতিবার এএসআই ফারুক ও কনস্টেবল শাহাদাত চাঁদা নিতে এলে আদিবাসীরা বিক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া দেয়। এ ছাড়াও উপজেলার ভাটোপাড়া গ্রামের খুদুর স্ত্রীর কাছ থেকে দেশি মদ তৈরির অভিযোগে গ্রেফতারের ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এএসআই ফারুকের বিরুদ্ধে।

এ প্রসঙ্গে গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, জড়িত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা পুলিশ সুপারকে (এসপি) অবহিত করা হয়েছে।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads