• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নওগাঁয় আওয়ামী লীগ নেতা ইছাহাক ছুরিকাঘাতে নিহত

দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত আলহাজ্ব ইছাহাক হোসেন

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নওগাঁয় আওয়ামী লীগ নেতা ইছাহাক ছুরিকাঘাতে নিহত

কাউন্সিলরসহ আটক ৩

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৮

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ইছাহাক হোসেন দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা মাইক্রোর ড্রাইভার গুরুত্বর আহত। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তার নিজ বাড়িতে প্রবেশের সময় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য পৌর কাউন্সিলরসহ ৩ জনকে আটক করেছে। নিহত আলহাজ্ব ইছাহাক হোসেন (৭২) নজিপুর পৌরসভার মামুদপুর গ্রামের মৃত খয়ের মুন্সীর ছেলে। আহত ড্রাইভার হলো চক দূর্গাআইয়াম এলাকার নারায়ন রায়ের ছেলে দুলাল রায় (৩২)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সভাপতি ইছাহাক হোসেন প্রতিদিনের মতো রাতে দলীয় কাজ শেষে উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস থেকে মাইক্রোবাস যোগে নজিপুর পৌর এলাকার মাহমুদপুরের নিজ বাড়ির উদ্দ্যেশ্যে বের হন। গাড়ি থেকে নেমে বাসার গেটে প্রবেশ করার সময় আগে থেকে বাসার মধ্যে ওৎ পেতে থাকা ৪-৫জনের মুখোশধারী একটি দূর্বৃত্তের দল সংঘবদ্ধভাবে তার উপর ঝাপিয়ে পড়ে এবং উপুর্যপুরী ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনতে পেয়ে মাইক্রো ড্রাইভার ছুটে আসলে তার উপরও হামলা চালিয়ে তাকেও ছুরিকাঘাত করে দূর্বৃত্তরা। ড্রাইভার দুলালের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মুখোশধারী দূর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইছাহাক হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার দেবাশিস রায় জানান, গ্রামবাসীরা ইছাহাক হোসেন ও তার ড্রাইভার দুলাল রায়কে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যেই ইছাহাক হোসেন মারা যায়। আর ড্রাইভার দুলাল বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত ইছাহাক হোসেনের মাথায়, বুকে ও শরীরসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ পুলিশ সুপার রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, ডিবি পুলিশ, র‌্যাব, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার এমপিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় রাতেই একই এলাকার মৃত মোসলেম উদ্দীন ফকিরের ছেলে নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ লিটু ফকির ও তার ভাই বেলাল হোসেনসহ মাহমুদপুর মধ্যপাড়া এলাকার আকতাল বিশ্বাসের ছেলে ইছহাক হোসেনের বাড়ির কেয়ারটেকার আনিমুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ইছাহাক হোসেনের মৃত দেহ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরন করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের জন্যে জোর অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত ইছাহাক হোসেনের মৃত দেহ ময়না তদন্ত শেষে বুধবার বাদ আছর নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ) এ জানাযা শেষে মাহমুদপুর গ্রামুে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads