• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সখীপুরে ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়ি ভাঙচুর

কুঁড়ি সিদ্দিকীর প্রচার গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ছাত্রলীগ নেতাকে মারধরের জের

সখীপুরে ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়ি ভাঙচুর

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০১৮

সখীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক আযাদ হীরাকে মারধর করেছে ঐক্যফ্রন্টের কর্মী সমর্থকরা। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই হামলার পরেই গতকাল রোববার রাত ৮টার দিকে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে ঐক্যফ্রন্টের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকীর প্রচার গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সজিব আহমেদ বাদী হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সহ-সভাপতি আবদুল হালিম সরকার, উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, পৌর কমিটির সভাপতি আবু জাহিদ রিপন, সাধারণ সম্পাদক নাজমুল তালুকদার, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব উন নবী সোহেল, বিএনপি নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজাসহ ৫৪ জনের নামে সখীপুর থানায় মামলা করেন। ওই রাতেই উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানকে গ্রেফতার করে আজ সোমবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে কেদ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব উন নবী সোহেল বলেন, ‘ঐক্যফন্টের কর্মীরা হামলা করেনি রবং ছাত্রলীগের নেতারাই আমাদের শান্তিপূর্ণ মিছিলে ও কুঁড়ি সিদ্দিকীর প্রচার গাড়িতে হামলা হামলা করেছে। আহত হওয়ার নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমাদের কর্মীরা পুলিশের ভয়ে চিকিৎসা পর্যন্ত নিতে পারছে না’।

সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, ‘একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে’।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads