• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নাগরপুরে ভূয়া ডাক্তারে চলছে নিউ মডার্ন ডায়াগনষ্টিক সেন্টার

নাগরপুরে ভূয়া ডাক্তারে চলছে ডায়াগনষ্টিক ব্যবসা

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নাগরপুরে ভূয়া ডাক্তারে চলছে নিউ মডার্ন ডায়াগনষ্টিক সেন্টার

  • নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

নাগরপুরে ভূয়া ডাক্তারের মাধ্যমে দীর্ঘ দিন থেকে প্রসুতী বা গাইনি সেবা দিয়ে আসছে নিউ মডার্ন ডায়াগনষ্টিক সেন্টার।

নাগরপুর সদর হাসপাতালের ৫ গজের মধে এবং হাসপাতালের রাস্তার উল্টো পাশেই লোক চক্ষুর অন্তরালে চালাচ্ছে এধরনের অনুমোদন ও রেজিষ্টেশন বিহীন ডাক্তার দিয়ে প্রতারনা। প্রশ্নত্তোরে নিউ মডার্ন ডায়াগনষ্টিক সেন্টারের গাইনী এবং অবস এর ডাক্তার ফারহানা আফরোজ জানান তার বিএমডিসির কোন রেজি. নম্বর নেই। অন্যদিকে কিøনিক মালিক গোলাম সারোয়ার বলেন ডাক্তার ফারহানার রেজি. নম্বও সহ সকল কাগজ আমাদের কাছে আছে। তিনি আরো বলেন সদর হাসপাতালের টিএইচও এবং আরএমও জানে যে তার রেজি. আছে। আরএমও নাগরপুরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ক্লিনিক মালিকদের দায়িত্ব আইন মেনে ক্লিনিক পরিচালনা করা, আমিতো ক্লিনিক মালিকনই।

নাম না প্রকাশের শর্তে সচেতন নাগরিক বলেন এসকল কিøনিকে পরীক্ষার জন্য উপযুক্ত কোন লোকই হয়তো নেই আরতো ডাক্তার। এদের আইনের আওতায় আনা জরুরী।

এলাবাসীর দাবী এমন ডাক্তারদের শাস্তি দিয়ে ক্লিনিক বন্ধকরে প্রতারক চক্রের হাতথেকে তাদের মুক্ত করবে কতৃীপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads