• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দুর্নীতি ছেড়ে দেশের উন্নয়নে কাজ করুন : ভূমিমন্ত্রী

আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

সংগৃহীত ছবি

অপরাধ

দুর্নীতি ছেড়ে দেশের উন্নয়নে কাজ করুন : ভূমিমন্ত্রী

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০১৯

ভূমিতে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আমি বারবার বলছি, জনগণের সেবাকে গুরুত্ব দিতে হবে। এখনো মাঠ পর্যায়ে হয়রানি হচ্ছে। যারা দুর্নীতি করছেন তারা সতর্ক হয়ে যান। তা না হলে দুর্নীতি ছেড়ে দেশের উন্নয়নে ভালোভাবে কাজ করুন।’

আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘দলগতভাবে কাজের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজে চমক সৃষ্টি করে ভূমি মন্ত্রণালয়কে অন্যান্য মন্ত্রণালয়ের কাজের মানের দিক থেকে টপ-টেন এ পৌঁছাতে হবে। আগামী দুই বছরের পরিকল্পনা আমরা নেব। মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোকে অটোমেশনের আওতায় আনা এবং প্রত্যেক অফিসে সিসি ক্যামেরা বসানো হবে। সকলে সঠিকভাবে যার যার অর্পিত দায়িত্ব সম্পন্ন করলে আর কোনো চ্যালেঞ্জের অবশিষ্ট থাকে না।’

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অত্যন্ত বাস্তবমুখী। সাধারণ মানুষের আস্থা রয়েছে এতে। ‘ভূমির মাঠ পর্যায়ে সর্বোচ্চ দক্ষতা, জবাবদিহিতা থাকতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করতে হবে। সবার মধ্যে ইন্টার একশন থাকা উচিত। যে কোনো কাজ যে কোনো সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। সকল কাজ নিয়ম, নীতিমালা ও পদ্ধতি অনুসরণ করে করতে হবে। সকলকে দায়িত্ব নিয়ে কাজের মধ্যে চমক দেখাতে হবে।’

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads