• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বেরোবিতে ভর্তি জালিয়াতি, আটক ১১

বেরোবিতে ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে আটক বিশ্ববিত শিক্ষার্থীরা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতের অভিযোগে দুই দি

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

বেরোবিতে ভর্তি জালিয়াতি, আটক ১১

  • বেরোবি প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতের অভিযোগে দুই দিনে ১১ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার চলাকালীন ৮ জন এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তি চলাকালীন ৩ জনকে ভূয়া পরীক্ষার্থী  সন্দেহে তাদেরকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় তাদের তাজহাট থানায় পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মুহিব্বুল ইসলাম বলেন,বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আবু কালাম মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। আটককৃতদেরকে থানায় পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর আবু কালাম মো. ফরিদুল ইসলাম বলেন, এবারের ভর্তি পরীক্ষায় খুব গুরুত্বের সঙ্গে জালিয়াতিতে জড়িতদের ধরার চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত দুই দিনে মোট ১১ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মাধ্যমে খুব দ্রুতই মূল জালিয়াত চক্রকে ধরা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads