• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কেরানি আফজালের পাঁচতলা চারটি বাড়ি

লোগো দুর্নীতি দমন কমিশন (দুদক)

অপরাধ

কেরানি আফজালের পাঁচতলা চারটি বাড়ি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০১৯

স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ চতুর্থ শ্রেণির কর্মচারী (কেরানি) মো. আফজাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থার উপপরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বে একটি টিম তাকে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানায়, আফজাল এবং তার স্ত্রী স্বাস্থ্য অধিদফতরের শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি শাখার স্টেনোগ্রাফার রুবিনা খানমের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তিনটি পাঁচতলা বাড়ি (নং ৪৭, ৬২ ও ৬৬)। একই এলাকার ১৬ নম্বর রোডে রয়েছে পাঁচতলা একটি বাড়ি (নং-১৬)। উত্তরার ১১ নম্বর রোডে রয়েছে একটি প্লট (নং-৪৯)। এ ছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ও ফরিদপুরের বিভিন্ন জায়গায় রয়েছে বিপুল সম্পদ। বাড়ি রয়েছে অস্ট্রেলিয়ায়। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসংবলিত অভিযোগ জমা পড়লে বিষয়টি আমলে নেয় কমিশন। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে ইতোমধ্যে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারিও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি, নিজ ও পরিবারের সদস্যদের নামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদের বিবরণ ও আয়কর রিটার্নের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়।

গতকালের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অর্জিত সম্পদের উৎস সম্পর্কে জানতে গিয়ে বিস্মিত হন দুদক টিমের সদস্যরাও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads