• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মাদক ও নগদ অর্থসহ লৌহজংয়ে ইউপি সদস্য সস্ত্রীক গ্রেফতার

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

মাদক ও নগদ অর্থসহ লৌহজংয়ে ইউপি সদস্য সস্ত্রীক গ্রেফতার

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০১৯

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউপি সদস্য ও তার স্ত্রীকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।

কুমারভোগ ইউনিয়নের ১ নং খড়িয়া ওয়ার্ড মেম্বার মো. রুবেল সরদার (৩৪) নিকট থেকে ০.৫০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং তার স্ত্রী তাসলিনা আক্তার তুফানি (৩০) কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক বিক্রির ৫৪ হাজার ৯০০ টাকা, মাদক সেবনের সরঞ্জমাদি উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী রুবেল সরদার ১নং খড়িয়া গ্রামের মৃত. আতাহার আলী সরদারের পুত্র। এবং তাসলিনা আক্তার তুফানি মেম্বার রুবেল সরদারের স্ত্রী।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে খড়িয়া গ্রামে অভিযান চালাই। তার বাসাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ০.৫০ গ্রাম হেরোইন, ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাজা, ৫৪ হাজার ৯০০ টাকাসহ মাদক সেবনের সরঞ্জমাদি উদ্ধার করা হয়েছে। দীর্ঘ দিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads