• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নওগাঁর নিয়ামতপুর বাজারে দূর্ধর্ষ ডাকাতি, ৫ লক্ষাধিক টাকা লুট

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

নওগাঁর নিয়ামতপুর বাজারে দূর্ধর্ষ ডাকাতি, ৫ লক্ষাধিক টাকা লুট

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০১৯

নওগাঁর নিয়ামতপুর বাজারের অর্ধ শতাধিক দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ ৫ লক্ষাধিক টাকাসহ মালামাল লুট করে নিয়েছে ডাকাতরা।

জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ১টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের বেনীপুর বাজারে প্রায় ৫০/৬০ জনের একটি ডাকাত দল বাজারের দুইজনের নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে একঘন্টা ধরে বাজারের ৫০/৫৫টি দোকানের তালা কেটে লুটপাট করে। এতে প্রায় ১৪টি দোকানের প্রায় ৫ লক্ষাধীক নগদ টাকা লুট নিয়ে যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেনীপুর বাজার বণিক সমিতির সভাপতি মোশারফ হোসেন, নৈশ্য প্রহরী হেলাল ও জয়নাল জানান, শনিবার রাত ১টায় প্রায় ৫০/৬০ জনের একটি ডাকাত দল বাজারে দুই ধার পূর্ব ও পশ্চিম ধার দিয়ে হঠাৎ আক্রমন করে বাজারের দুই নৈশ্য প্রহরী হেলাল ও জয়নালকে বেঁধে রেখে বাজারের ৫০/৫৫টি দোকানের তালা কেটে লুটপাট শুরু করে। প্রায় ঘন্টা ব্যাপি লুটপাটে নগদ ৫ লক্ষাধিক টাকা ও একটি কাপড়ের দোকানের শাড়ী ও লুংঙ্গী নিয়ে যায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, আমি ঘটনার কথা শুনেছি, আমার অফিসারদের ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি। তারা সকল বিষয়ে খতিয়ে দেখেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads