• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
অর্থ আত্মসাতের অভিযোগে আটক পূবালী ব্যাংকের ৩ কর্মকর্তা

প্রতীকী ছবি

অপরাধ

অর্থ আত্মসাতের অভিযোগে আটক পূবালী ব্যাংকের ৩ কর্মকর্তা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আটক কর্মকর্তারা নগরীর পূবালী ব্যাংক চকবাজার শাখায় কর্মরত ছিলেন। কর্মস্থলে আটকের পর তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম অভিযুক্তদের চকবাজার থানা পুলিশে সোপর্দ করে।

আটকরা কর্মকর্তারা হচ্ছেন- পূবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) ও অফিসার (কম্পিউটার) চন্দন দে (৩৩)।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে ওই তিন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর ৪ আসামি ব্যাংকের গ্রাহক। বর্তমানে তারা পলাতক রয়েছেন।

মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে বলেও জানান ওসি ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads