• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
শীতলক্ষ্যায় রাজত্ব করতেই খুন!

নিখোঁজের পর নিহতের স্বজনদের আহাজারি

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নিখোঁজের ১৪ দিন পর লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় রাজত্ব করতেই খুন!

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০১৯

নিজের জাল চুরি হয়েছে পরিমল চন্দ্র বর্মনের (৫২), তাই সে বেকার। পরিমলের বেকারত্বে সহকর্মী বোরহান উদ্দিন (৩৮) একাই শীতলক্ষ্যা নদীতে রাজত্ব করছিল। তাই নিজের রাজ্যের প্রতিদ্বন্ধি মনে করে পরিমল ও তার ভাতিজা কমল চন্দ্র বর্মন (৩৪) মিলে বোরহানকে খুন করা হয়। পরে সেই লাশ জাল দিয়ে পেঁচিয়ে নৌকার সাথে বেধে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ করে দেয়। ঘটনাটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা এলাকায় শীতলক্ষ্যা নদীতে ঘটে। ঘটনার ১৪ দিন পর কালীগঞ্জ, পলাশ, টঙ্গী ও ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কালীগঞ্জ ও পলাশ থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগীতায় ২ দিনের চেষ্ঠায় বুধবার বিকেলে শীতলক্ষ্যা নদীর দক্ষিণ নারগানা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। ওইদিন দিবাগত রাতে নিহতের স্ত্রী তানিয়া সুলতানা বাদী হয়ে থানায় একটি মামলা (নং ২০) করেন।

উদ্ধারের পর ওইদিন বিকেলেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে সন্দেহভাজন হিসেবে স্থানীয়দের সহযোগীতায় ৩ জনকে আটক করে পুলিশ। নিহত এবং আটক সবাই উপজেলার দক্ষিণ নারগানা এলাকার বাসিন্দা। খুন, উদ্ধার, আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, পরিমল ও বোরহান শীতলক্ষ্যা নদীতে মাছ ধরার কাজ করতেন। বেশ কিছুদিন আগে পরিমলের জাল নিখোঁজ হয়। সন্দেহের তীর বিধে বোরহানের দিকে। পরিমলের জাল হারিয়ে যাওয়াতে বোরহান একাই শীতলক্ষ্যা নদীতে মাছ ধরার রাজত্ব করতে থাকে। চাচা পরিমল ও ভাতিজা কমল মিলে পরিকল্পনা করে বোরহানকে হত্যা করবে। তাহলে তারাই শীতলক্ষ্যা নদীতে জাল-জলের রাজত্ব করবে। সেই পরিকল্পনার ধারাহিকতায় গত ২ জানুয়ারী দিবাগত রাতে বোরহান নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। ওই রাতেই চাচা পরিমল ও ভাতিজা কমল মিলে বোরহানকে খুন করে লাশ জাল দিয়ে পেঁচিয়ে নৌকার সাথে বেধে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ করে দেয়। নিখোঁজের এক ৫ দিন পর বোরহানের স্ত্রী বাদী হয়ে গত ৭ জানুয়ারী কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (নং ২৩৬) করেন। ঘটনার ১৩ দিন পর (১৫ জানুয়ারী) নিহতের শ্যালকের কাছে হত্যার বিষয়টি স্বীকার করে পরিমল ও ভাতিজা কমল। স্থানীয়রা পরিমলের ছেলে পাপন চন্দ্র বর্মনসহ (১৮) ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে ১৫ জানুয়ারী কালীগঞ্জ, পলাশ, টঙ্গী ও ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কালীগঞ্জ ও পলাশ থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগীতায় শীতলক্ষ্যা নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। রাত পর্যন্ত লাশ উদ্ধার করতে না পেরে ওই দিনের মত উদ্ধার কাজ সমাপ্ত করেন। পরদিন সকাল থেকে পূনরায় উদ্ধার কাজ শুরু হয়। পরে ওইদিন বিকেলে উপজেলার দক্ষিণ নারগানা এলাকার শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সত্যতা মিলেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আটকৃতদের বৃহস্পতিবার সকালে গাজীপুর প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads