• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
গাজীপুরে স্কুলছাত্রকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

নিহত শিক্ষার্থীর হযরত ওমর (১৩)

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

গাজীপুরে স্কুলছাত্রকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক স্কুল ছাত্রকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম হযরত ওমর (১৩)। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার শিমুল হোসেনের ছেলে এবং উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিকেলে স্কুল ছুটি শেষে হযরত ওমর বাসায় ফিরতে চন্দ্রা থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-২৬৭৭) নম্বরের একটি যাত্রীবাহী বাসে উঠে। এসময় ওই বাসের হেলপার পল্লীবিদ্যুতের ছাত্র উঠানো হবে না বলে হযরতকে নেমে যেতে বলে। হেলপারের কথা মত বাস থেকে নেমে না যাওয়ায় হেলপার ক্ষুব্ধ হয়ে হযরতকে জোরপূর্বক চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে হযরত সড়কে ছিটকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন।

এসময় উপস্থিত লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুন নাহার তার মৃত্যু ঘোষণা করেন।

কালিযাকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আজমেরী পরিবহনের ওই বাসটি আটক করা হয়েছে।তবে অভিযুক্ত হেলপার পলাতক রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads