• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
লক্ষ্মীপুরে ১ কোটি ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, আটক ১

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

লক্ষ্মীপুরে ১ কোটি ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, আটক ১

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০১৯

লক্ষ্মীপুরে ৩০ লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে মৎস্য কর্মকর্তারা জানান।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের পুরাতন আদালত রোড সংলগ্ন একটি বাড়িতে সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মো: শাজাহান আলি সহ পুলিশ অভিযান চালিয়ে প্যাকেটজাত কারেন্ট জাল গুলো জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে গোকুল দাস (৪০) নামে এক কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পুরাতন আদালত রোড সংলগ্ন একটি বাড়িতে যৌথভাবে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির ছাদ থেকে প্রায় ৩০ লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জাল গুলো জব্দ করা হয়। একই সাথে জাল গুলোর গুদামজাতকারী ও কারেন্ট জাল ব্যবসায়ী গোকুল দাসকে আটক করা হয়। 

সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মো: শাজাহান আলি জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য বলা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads