• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সিরাজদিখানে পীরের গাড়ী বহরে ডাকাতি

প্রতীকী ছবি

অপরাধ

সিরাজদিখানে পীরের গাড়ী বহরে ডাকাতি

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির কবলে পড়েছেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও মধুপুর পীরসাহেব আলহাজ্ব আব্দুল হামিদ। এসময় তার সাথে থাকা ৩ টি প্রাইভেট কারে ডাকাতি হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার সময় সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কের কান্দা নামক স্থানে।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাশুর কাছিমুল মাদরাসার মাহফিল শেষ করে নিজ মাদরাসায় ফেরার পথে রাত সাড়ে ১১ টায় দেশীয় অস্ত্রসহ ৮/১০ জনের একটি গ্রুপ পীর সাহেবের গাড়ীসহ ৩টি গাড়িতে ডাকাতদল হামলা চালায়। এ সময় গাড়ী ভাঙচুর করে এবং নগদ ৩০ হাজার টাকা, ১২ টি মোবাইলফোন নিয়ে যায়। মুফতী কামরুজ্জামানসহ ৩জন ডাকাতের আক্রমনে আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পীরসাহেবের ছেলে হেফাজত ইসলামের সিরাজদিখান উপজেলার সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ কাশেমী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরাসহ আমাদের পিছনে থাকা আরো ৩ টি গাড়ীতে ডাকাতদল হামলা করে এবং নগদ টাকাসহ ১০/১২ টি মোবাইল সেট নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদ উদ্দিন জানান, বিষয়টি আমি অবগত না। কেউ এখনো জানায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads