• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বকশীগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ২

প্রতীকী ছবি

অপরাধ

বকশীগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ২

  • বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০১৯

বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ছমির আলী (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় গুরুতর আহত অবস্থায় ছমির আলীর ছেলে নুর হোসেন (৩০) কে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক। নিহত ছমর আলী ওই গ্রামর মৃত সাদেক আলীর ছেলে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ছমির আলীর সাথে জমি নিয়ে একই গ্রামের মৃত ইসমাইল হাজীর ছেলে শাহাজল, জসিম ও জংশেদ আলী গংদের বিরোধ চলে আসছিলো। শনিবার রাতে ছমির আলী ও তার ছেলে নুর হোসেন কামালের বার্ত্তি গ্রামের তার এক আত্বীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বাড়ির কাছেই দশানী নদীর পাড়ে বালুগাওঁ ব্রীজের উত্তর পাশে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শাহাজলের লোকজন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছমির আলীকে হত্যা করে। এ সময় তারা ছমির আলীর ছেলে নুর হোসেনকেও কুপিয়ে মারাত্বক জখম করে। পরে গুরুতর আহত নুর হোসেনের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

খবর পেয়ে রাতেই ওসি একে এম মাহবুবুল আলম ফোর্স নিয়ে ওই গ্রামে অভিযান চালায়। অভিযানে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গা গ্রামের মৃত আজগর আলীর ছেলে ফকির আলী ও তার ছেলে শাজাহান আলীকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহবুবুল আলম বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মরদেহটি ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads