• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ট্রাক চালক আটক

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নরসিংদীতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ট্রাক চালক আটক

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০১৯

নরসিংদীতে ২৭০ বোতল ফেন্সিডিল, ১০ হাজার ইয়াবা ও ৫৫ হাজার টাকা সহ এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড চেকপোষ্টে তাকে মাদক দ্রব্য ও ট্রাকসহ আটক করা হয়।

আটককৃত ট্রাক চালকের নাম তাজ উদ্দিন (৪৫)। সে সিলেটের জকিগজ্ঞ থানার সোনাসার গ্রামের ছলু মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড চেকপোষ্টে সিলেট থেকে গাজীপুর গামী পাথরবাহী ট্রাকে তল্লাশী করে ২৭০ বোতল ফেন্সিডিল, ১০ হাজার ইয়াবা ও ৫৫ হাজার টাকা সহ ট্রাক চালক তাজ উদ্দিনকে আটক করা হয়।আটককৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।

আজ রবিবার বিকালে পুলিশ সুপারের কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, সারা বাংলাদেশে মাদক নিমূর্লের অংশ হিসেবে নরসিংদী জেলায় একের পর এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের ধরা হচ্ছে। এরই অংশ হিসেবে মাদক সহ ট্রাক চালককে মাদক ব্যবসায় জড়িত থাকায় আটক করা হয়েছে।তার বিরুদ্ধে বেলাব থানায় আইনী ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads