• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বাগেরহাটে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন মহিউদ্দিন আখতার

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

বাগেরহাটে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০১৯

বাগেরহাটে সন্ত্রাসীদের বোমা হামলায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আখতার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ভরসাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

খাজা মঈন উদ্দিন আখতার রামপাল উপজেলার উজলকূড় ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান এবং রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, খাজা মঈন উদ্দিন আখতার তার বাড়ির কাছে ভরসাপুর বাসস্ট্যান্ডে চায়ের দোকানের সামনে বসে ছিলেন। এমন সময় একদল দুর্বৃত্তরা তার উপর বোমা হামলা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলায় তার শরীরের নিচের অংশ উড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে বিভ্রান্তি ছড়িয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে প্রচুর রক্ত এবং বোমায় ব্যাবহৃত জালের কাঠি পাওয়া গেছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লুৎফর রহমান মুঠোফোনে জানান, সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতেই নিহত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আখতার। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads