• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
টাকার লোভেই ইডেনের সাবেক অধ্যক্ষকে হত্যা

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন

সংরক্ষিত ছবি

অপরাধ

টাকার লোভেই ইডেনের সাবেক অধ্যক্ষকে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০১৯

টাকা ও স্বর্ণালঙ্কারের লোভেই ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডে গৃহকর্মীরা জড়িত। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশ এ তথ্য জানায়। গ্রেফতার স্বপ্না আক্তার হত্যাকাণ্ডের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশ জানায়, মাহফুজা চৌধুরীর বাসায় গৃহকর্মী রুনুর দেওয়া তথ্য অনুযায়ী নেত্রকোনার মদন থেকে গত বৃহস্পতিবার রাতে স্বপ্নাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চেন ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়। মামলার এজাহারভুক্ত অপর আসামি রেশমাকে গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ইডেনের সাবেক এই অধ্যক্ষ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান।

তারা তিনজন হলো রুমা ওরফে রেশমা, স্বপ্না ও রাশিদা। এই তিনজনের মধ্যে রুমা ও রেশমা মাহফুজা চৌধুরীর বাসার গৃহকর্মী ছিল। নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ নিহতের পর থেকেই পলাতক ছিল তারা। এ তিনজন হত্যাকাণ্ডের পর দায়ের হওয়া মামলারও আসামি।

সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের পর গৃহকর্মী রেশমা ও স্বপ্না নিহতের ডায়েরি থেকে তাদের সংরক্ষিত ছবি, লিখিত ঠিকানা ও ফোন নম্বর নিয়ে যায়। অপর গৃহকর্মী রেশমার কোনো তথ্য এখনো কারো কাছে নেই। শুধু ভুক্তভোগী নিজেই জানতেন রেশমা কোথা থেকে এসেছে। তারা কখনো নিজের মোবাইল ফোন দিয়ে কারো সঙ্গে যোগাযোগও করত না। এই হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্মী স্বপ্না ও রেশমা দু’জনই সরাসরি জড়িত ছিল। তারা মাহফুজা চৌধুরীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার নিউমার্কেট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, মাহফুজা চৌধুরী পারভীন খুনের ঘটনায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মা এবং অপরজন গৃহকর্মী স্বপ্না ওরফে রিতা আক্তার। হত্যাকাণ্ডের পর তারা ভুক্তভোগীর মোবাইল ফোনটি নিয়ে যায়।

তিনি বলেন, তথ্যে অনেক ভুল ছিল, যাচাই-বাছাই করে স্বপ্নাকে (রিতা আক্তার) নেত্রকোনা থেকে গ্রেফতার করি। রিতা আক্তারের কাছ থেকে আমরা স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার করি। রিতা ঘটনার সঙ্গে জড়িত থাকার থাকার কথা স্বীকার করে।

হত্যার অভিযোগে বাড়ির গৃহকর্মী স্বপ্নাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো একজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। রোববার রাজধানীর সায়েন্স ল্যাবের এক ফ্ল্যাট থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই গৃহকর্মী স্বপ্না পলাতক ছিল।

গত রোববার রাজধানীর এলিফেন্ট রোডের সুকন্যা টাওয়ার থেকে মাহফুজা চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে ধারণা করা হয় বাসার মালামাল লুট করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যাকাণ্ডের পরদিন নিহতের স্বামী ইসমত কাদির গামা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই গৃহকর্মীসহ তিনজনকে আসামি করে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক এ অধ্যক্ষের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে ‘শ্বাসরোধ’ করে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ও ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ এই তথ্য জানান।

তিনি আরো জানান, এই হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত। কারণ কারো একার পক্ষে মাহফুজা চৌধুরীকে শ্বাসরোধে হত্যা করা সম্ভব নয়। এ ছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তার স্বামী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads