• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা

প্রতীকী ছবি

অপরাধ

সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৯

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে ‘পাচারকারীদের ধাওয়া’ দিয়ে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উপকূলবর্তী গভীর সাগরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার রায়হান তারিক বলেন, ভোর রাতে টেকনাফের সেন্টমার্টিন উপকূলবর্তী গভীর সাগরে মিয়ানমারের দিক থেকে আসা একটি ট্রলার জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় কোস্টগার্ডের একটি টহলদলের সদস্যরা ট্রলারটি দেখতে পেয়ে থামার জন্য সংকেত দেয়। কিন্তু ট্রলারটিতে থাকা মাদক ব্যবসায়ীরা না থেমে দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরাও পিছু পিছু ধাওয়া দিলে তারা পলিথিন মোড়ানো মাঝারি আকারের একটি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে।

কমান্ডার আরও বলেন, পরে সাগরের পানিতে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে তার ভেতর থেকে ৪ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

উদ্ধার করা ইয়াবাগুলো কোস্টগার্ড টেকনাফ স্টেশন অফিসে রাখা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট তারিক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads